Image

আন্তর্জাতিক

ন্যাটোপ্রধানের চোখে ইরান-ইসরায়েল দুষ্ট বালক, ট্রাম্প তাদের বাবা

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১১:০৪ দুপুর

1
Shares

Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল মন্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটো মহাসচিব মার্ক রুটে আজ বুধবার এক ব্যতিক্রমী মন্তব্য করেছেন। রুটে তাঁকে তুলনা করেছেন ‘স্কুলের শিশুর বাবা’র সঙ্গে। ট্রাম্প গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে ব্যঙ্গ করে বলেন, ‘এটি যেন দুই শিশুর মারামারি—যেখানে শেষ পর্যন্ত ‘‘বাবাকে হস্তক্ষেপ করতে হয়’।’’ ডাচ্‌ শহর দ্য হেগে আয়োজিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তাদের লড়াই স্কুলের মাঠে দুই বাচ্চার লড়াইয়ের মতো। আপনি জানেন, তারা খুব ভয়ংকরভাবে লড়াই করছে। ওই মুহূর্তে আপনি তাদের থামাতেও পারবেন না। কিন্তু ২-৩ মিনিট লড়াই করতে দিন, তারপর দেখবেন, তাদের থামানো সহজ।’ ট্রাম্পের এই কথার পর রুটে বলেন, ‘তখন বাবা এসে তাদের যুদ্ধ থামান। এমন পরিস্থিতিতে মাঝেমধ্যে বাবাকে শক্ত ভাষায় কথাও বলতে হয়।’ তিনি এই মন্তব্যের সময় হাসছিলেন। তবে তাঁর মন্তব্যটি ট্রাম্পের আগের একটি বক্তব্যেরই সূত্র ধরে এসেছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প বলেন, ‘তারা এত দিন ধরে এত কঠিনভাবে লড়ছে, অথচ তারা নিজেরাও জানে না তারা কী করছে।’ তিনি এ সময় একটি অশ্লীল শব্দ ব্যবহার করেন। বলেন, ‘দে ডোন্ট নো, হোয়াট দ্য ফাক দে আর ডোয়িং।’ আজ বুধবার ট্রাম্প আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন বোমা হামলার প্রভাব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মতোই।’ ট্রাম্প বলেন, ‘আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না... কিন্তু ঘটনা মূলত একই রকম ছিল। সেটি যেমন যুদ্ধ শেষ করেছিল, এটিও যুদ্ধ শেষ করেছে।’

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage