Image

আন্তর্জাতিক

পাকিস্তানের পাশে দাঁড়ানোয় আসিম মুনিরকে ধন্যবাদ জানালেন ইরানের সেনাপ্রধান

Image

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:৩৬ দুপুর

1
Shares

Image

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ফোন করে ইরানের জনগণের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। রোববার অনুষ্ঠিত এই ফোনালাপে তিনি ইসলামাবাদের ‘সাহসী ও নির্ভীক অবস্থান’-এর প্রশংসা করেন। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি ও মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। জেনারেল মুসাভি বলেন, ইসরায়েল ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়েছে। এ সময় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা হয়। হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ নিহত হয়। তিনি আরও বলেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সর্বোচ্চ সহায়তা দিয়েছেন। এমনকি ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-নিয়ন্ত্রিত তিনটি বেসামরিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়—ইস্পাহান, নাতানজ ও ফোরদোতে। মুসাভি অভিযোগ করেন, ইসরায়েলের পক্ষ নিয়ে শুধু হামলাই নয়, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষাও গড়ে তোলে ওয়াশিংটন। এ ছাড়া আরও কয়েকটি পশ্চিমা দেশও ইসরায়েলকে বিভিন্নভাবে সহায়তা করেছে বলে তিনি উল্লেখ করেন। যুদ্ধের প্রথমদিকে ইরান শীর্ষ কয়েকজন সেনা কর্মকর্তাকে হারালেও, শত্রুর লক্ষ্য পূরণে তারা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন মুসাভি। তিনি বলেন, ইরানের প্রতিরোধের মুখে পড়ে শেষ পর্যন্ত ইসরায়েল নিজেই যুদ্ধবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়। উল্লেখ্য, ১২ দিনব্যাপী এই সংঘাতের পর ২৩ জুন ইসরায়েল হামলা বন্ধ করে এবং ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। সামরিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সামর্থ্যের বাইরে চলে যাওয়া যুদ্ধ পরিচালনা বন্ধ করার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage