Image

বিনোদন

বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?

Image

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ৫:৫৬ বিকাল

0
Shares

Image

বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চনের গাড়ি দুর্ঘটনার কবলে। বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ের এক ব্যস্ত রাস্তায় একটি সরকারি বাস পেছন থেকে ধাক্কা দেয় গাড়িটিকে। পরিচিত নম্বর প্লেট থেকেই বোঝা যায় ওটি প্রাক্তন বিশ্বসুন্দরীর গাড়ি। সম্প্রতি এই বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন অভিনেত্রী। বুধবার দুপুরে মুম্বাইয়ের রাস্তায় ঘটে এ দুর্ঘটনা। বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত হয় ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি। গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে পাপারাৎসিরা চিনতে পারেন গাড়িটি।  জানা গেছে, সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির পেছনের অংশ। তবে গাড়ির ভেতর ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের অন্য কেউ ছিলেন কি না তা এখনো স্পষ্ট নয়। এই দুর্ঘটনার ভিডিও জনপ্রিয় পাপারাৎসি বরিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে। তবে এখনো এই ঘটনা নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া কিংবা বচ্চন পরিবারের কেউ। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনো কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কাজেই চিন্তার কিছু নেই। অভিনেত্রী ঠিক আছেন শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage