Image

বিনোদন

ব্যাচেলর পয়েন্ট নিয়ে অনেক ধরণের বাধার মুখে পড়েছি: অমি

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১১:৪০ দুপুর

1
Shares

Image

কাজল আরেফিন অমি বলেছেন, ব্যাচেলর পয়েন্ট নিয়ে প্রকৃতপক্ষে অনেক ধরনের বাধার মুখে পড়েছি। সবসময় মনে হয়েছে যে, আমি সততার সঙ্গে কাজ করলে দর্শক ফিডব্যাক দেবে। গতকাল রোববার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর শুটিং ক্লাবে নতুন সিজন ঘোষণার জন্য একটি অনুষ্ঠানের আয়োজনে তিনি এ কথা বলেন। অমি বলেন, আমি নিরাশ হইনি। আমার আশপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলেছে—অনেক অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট-আপ লিখছে, ব্যাচেলর পয়েন্ট বন্ধ করে দিতে হবে। সেই রাইট-আপ যার কাছে গিয়েছে, তিনি আমাকে ফোন করে বললেন, “অমি, আমি তো আসলে ব্যাচেলর পয়েন্টের ফ্যান। আমার একটা ছোট বোন আছে, ও খুব অ্যাক্টিং করতে চায়, তুমি একটু দেখো ওকে।” আমি বললাম, “ঠিক আছে ভাই, আমি দেখব।” তিনি আরও বলেন, ছোট করে যদি বলি, আমি যখন ব্যাচেলর পয়েন্ট শুরু করলাম, তখন জানতাম না যে ব্যাচেলর পয়েন্টের ভবিষ্যৎ কী! আমি সিরিয়ালটা শুরু করেছিলাম সততার সাথে। আমার যতটা বাজেট ছিল, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে কাজটা করার। দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে অমি বলেন, কাজ করতে করতে আমরা আজ ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ পর্যন্ত চলে এসেছি। ৭টা বছর পাড়ি দিলাম। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage