Image

বিনোদন

কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব?—প্রশ্ন বর্ষার

Image

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:২০ দুপুর

4
Shares

Image

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭১ জন। এ ঘটনায় সাধারণের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনেও। চিত্রনায়িকা বর্ষা লেখেন, ‘পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যেখানে গরম নেই, সেখানেই অনেক গরম। আবার ঠাণ্ডা যেখানে বেশি, সেখানে ঠাণ্ডা নেই। কিছুদিন পর পর দেখা যাচ্ছে যে বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছে এবং অনেকে অসুস্থ হচ্ছে! ওই দুর্ঘটনাগুলো অন‍্য রকম কিন্তু আজকে এই আমাদের দেশের মানুষের শিশু বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে এই অবস্থা মেনে নেওয়া যায় না। জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে! কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক থাকতে বলেছেন।’ এরপর সন্তানের প্রতি মায়ের অনুভূতি বোঝাতে গিয়ে তিনি লেখেন, ‘একজন মা হয়ে কিভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি। আরিজ, আবরারকে আমি আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন। হে আল্লাহ, আপনি সব মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন, আমিন।’ সর্বশেষ প্রশাসনের উদ্দেশে এই নায়িকা লেখেন, ‘এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই, শুধু ক্ষেত আর পানি থাকবে। দেশে জায়গার অভাব নেই, কিন্তু একটা মানুষের জীবনের অনেক অভাব। ঢাকা শহরে কিভাবে এ ধরনের প্রশিক্ষণ করা হচ্ছে চিন্তা করা যায়? কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, চোখ বন্ধ নয়, খোলা রাখুন।’

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage