Image

বিনোদন

এবার টিকটক তারকা সুম্বল মালিকের আপত্তিকর ভিডিও ফাঁস

Image

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ২:১১ দুপুর

4
Shares

Image

ইদানিং টিকটক তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা প্রায়ই উঠে এসেছে সংবাদমাধ্যমে। বিশেষ করে পাকিস্তানি টিকটক তারকাদের। বিভিন্ন সময় দেশটির টিকটক তারকাদের আপত্তিকর মুহূর্ত কিংবা মানহানিকর ঘটনা যেন অহরহ হয়ে গেছে দেশটিতে। এর আগে টিকটক তারকা মিনাহিল মালিক, ইমশা রেহমান, মরিয়ম ফয়সাল ও সামিয়া হিজাবসহ আরো কয়েকজনের ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে। এ নিয়ে অনেক সমালোচনা ও চর্চাও হয়েছে। এমনকি আইনি পদক্ষেপ নেওয়াও হয়েছে। কিন্তু এর পরও থেমে নেই এ ধরনের ঘটনার। সম্প্রতি এ ধরনের ঘটনার শিকার হয়েছেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটক তারকা সুম্বল মালিক। তার আপত্তিকর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে অনলাইন মাধ্যমে। সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন থেকে জানা যায়, ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর সমালোচনার মুখে পড়েছেন সুম্বল মালিক। টিকটক লাইভ ও অন্যান্য মাধ্যমে বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়ে আগে থেকে বিতর্কিত এই টিকটকারকে নিয়ে কটাক্ষ করতে ছাড় দিচ্ছেন না নেটিজেনরা। ছড়িয়ে পড়া ভিডিওটি ইতিমধ্যে এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-সহ অন্যান্য প্লাটফর্মে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।  আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি টিকটকার সুম্বল মালিককে। ভিডিও নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও নেটিজেনদের একাংশ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যাপারে জবাবদিহিতার দাবি জানিয়েছেন। এদিকে সোশ্যাল মিডিয়ার এই বিরক্তিকর ট্রেন্ড সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন দেশটির অভিনেত্রী আরিকা হক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এবং অল্প সময়ে খ্যাতি অর্জনের জন্য ব্যক্তিগত ভিডিও ফাঁস করছেন কেউ কেউ। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে কৌশল অবলম্বনের দাবি জানান।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage