Image

খেলা

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ১০:৪১ দুপুর

1
Shares

Image

ভারতের ম্যাচ থাকলে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত কোনো না কোনোভাবে আলোচনায় চলে আসবেনই। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার সিরিজ তো রয়েছেই। এবার ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে তিনি বারবার আসছেন ‘লাইমলাইটে’। এজবাস্টনে গতকাল ইংল্যান্ড-ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের এক ঘটনায় সৈকতের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে বেন স্টোকসের। ভারতের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন জশ টাঙ। বাংলাদেশি আম্পায়ার সৈকত দ্রুতই আঙুল তুলে দেন। জয়সওয়াল তাঁর সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন। আলোচনা শেষে জয়সওয়াল রিভিউ নিলে স্টোকস তেড়ে যান সৈকতের দিকে। ইংল্যান্ড অধিনায়ক বোঝাতে চেয়েছেন, রিভিউর জন্য যে ১৫ সেকেন্ড প্রয়োজন, সেই সময় শেষ হওয়ার পরও কেন জয়সওয়ালের আবেদন সৈকত গ্রহণ করলেন।রাহুলের সঙ্গে দীর্ঘ আলোচনা করে জয়সওয়াল রিভিউ নিলে আদতে সেটা নষ্টই হয়েছে। ২২ বলে ৬ চারে ২৮ রান করে ফিরেছেন জয়সওয়াল। তাঁর আউটের পর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। লিডসহ সফরকারীদের রান ২৪৪। এর আগে ভারতের প্রথম ইনিংসে ৫৮৭ রানের পর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪০৭ রানে অলআউট হয়েছে। যেখানে ষষ্ঠ উইকেটে জেমি স্মিথ-হ্যারি ব্রুক ৩৬৮ বলে ৩০৩ রানের জুটি গড়েছেন। শেষ ৫ উইকেট ইংলিশরা হারিয়েছে ২০ রানে। ভারতের মোহাম্মদ সিরাজ ৭০ রানে নিয়েছেন ৬ উইকেট। টেস্টে এই নিয়ে চারবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের অপর ৪ উইকেট নিয়েছেন আকাশ দীপ।স্টোকসের সঙ্গে তর্কের ঘটনা তো বটেই। এজবাস্টন টেস্টে ভারতের প্রথম ইনিংসেও সৈকতের দুটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। জয়সওয়াল ও করুণ নায়ারের বিপক্ষে দুবার এলবিডব্লিউর আবেদন করেন ওকস। দুবারই সৈকত নাকচ করে দেন। স্টোকস রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান ভারতীয় ব্যাটাররা। যার মধ্যে নায়ার বল ছেড়ে দেওয়ার পর সেটা তাঁর প্যাডে লাগে। ওকস ডিআরএস নিয়ে ক্ষোভ না ঝারলেও এই নিয়মে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দেন।জয়সওয়াল-সৈকতের আরেকটি আলোচিত ঘটনা ঘটেছিল গত বছর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে। মেলবোর্নে গত বছর বক্সিং ডে টেস্টে যশস্বী জয়সওয়ালকে প্রথমে জোয়েল উইলসন, মাইকেল গফ—দুই মাঠের আম্পায়ারের কেউ আউট দেননি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স রিভিউ নিলে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত আউট ঘোষণা করেছিলেন জয়সওয়ালকে। এই আউটের প্রেক্ষিতে সৈকতকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। সৈকতকে নিয়ে মজা করে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রবিচন্দ্রন অশ্বিন লিখেছিলেন, ‘স্নিকোমিটার নিয়ে আলোচনা চলছে। এই লোকটাকে শুভেচ্ছাদূত বানানো যেতে পারে।’ অনেকে আবার সৈকতের প্রশংসাও করেছিলেন।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage