মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, রাত ২:৫০ সময়
নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ জুলাই ২০২৫, ১১:২৬ দুপুর
মেলবোর্ন থেকে এজবাস্টন—ভারতের ম্যাচ মানেই যেন ‘লাইমলাইটে’ চলে আসবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কখনো টিভি আম্পায়ার, কখনোবা মাঠের আম্পায়ার হিসেবে তাঁর সিদ্ধান্ত নিয়ে কথাবার্তা হবেই। এবার সৈকতের আম্পায়ারিং নজর কেড়েছে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের। এজবাস্টনে গতকাল শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠের আম্পায়ারের দায়িত্বে সৈকতের সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। দুই মাঠের আম্পায়ারের মধ্যে সৈকতকে নিয়ে ছিল আলোচনা। বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছে ১০ বার। যার মধ্যে ২ বার তাঁর সিদ্ধান্ত বদলেছে। ভারত-ইংল্যান্ড ম্যাচে চাপের মুহূর্তে ১০টার মধ্যে ৮টা সিদ্ধান্ত সঠিকভাবে দিয়েছেন বলে সৈকতের প্রশংসা করেছেন হার্শা। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল টেস্টের পঞ্চম দিনে হার্শা লিখেছেন, ‘এই ম্যাচে অসাধারণ আম্পায়ারিং হয়েছে। ক্রিস গ্যাফানির কাছ থেকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের আম্পায়ারিং আশা করবেন। তবে শরফুদ্দৌলা সৈকত আসলেই দুর্দান্ত।’এজবাস্টনে গতকাল টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগমুহূর্তে বেন স্টোকসের আউটের ক্ষেত্রে যে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আসলেই দুর্দান্ত। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের তৃতীয় বলে স্টোকসের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন ওয়াশিংটন সুন্দর। স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে, সেটা খালি চোখে বোঝা যাচ্ছিল না। এখানে ওয়াশিংটনের আবেদন শোনা মাত্রই আউট ঘোষণা করেন সৈকত। স্টোকস রিভিউ নিলে দেখা যায় সৈকতই সঠিক ছিলেন। এমনকি ইংল্যান্ডের অধিনায়কের রিভিউও নষ্ট হয়েছে। স্টোকসের সঙ্গে সৈকতের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে এজবাস্টন টেস্টে। এটা হয়েছে শুক্রবার তৃতীয় দিনে। ভারতের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন জশ টাঙ। বাংলাদেশি আম্পায়ার সৈকত দ্রুতই আঙুল তুলে দেন। জয়সওয়াল তাঁর সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন। আলোচনা শেষে জয়সওয়াল রিভিউ নিলে স্টোকস তেড়ে যান সৈকতের দিকে। ইংল্যান্ড অধিনায়ক বোঝাতে চেয়েছেন, রিভিউর জন্য যে ১৫ সেকেন্ড প্রয়োজন, সেই সময় শেষ হওয়ার পরও কেন জয়সওয়ালের আবেদন সৈকত গ্রহণ করলেন। পরে দেখা যায়, জয়সওয়ালের রিভিউটাও নষ্ট হয়েছে। এজবাস্টনে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফিরেছে ভারত। রানের হিসেবে টেস্টে এটা ঘরের বাইরে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। লর্ডসে ১০ জুলাই শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট।