Image

খেলা

ক্লাব বিশ্বকাপে বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ১১:০৫ দুপুর

2
Shares

Image

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২–০ গোলে হারিয়েছে পিএসজি। দুই লাল কার্ডের এ ম্যাচে মারাত্মক চোট পেয়েছেন বায়ার্ন তারকা জামাল মুসিয়ালা। ম্যাচের শুরু থেকেই চলতে থাকে আক্রমণ পালটা আক্রমণের খেলা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কোন দলই। উলটো পিএসজির গোলকিপার দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে লেফট লেগের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পান বায়ার্নের অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে ৭৮ মিনিটে গোল করেন দেজিরে দুয়ে। এরপর যোগ করা সময়ের ছয় মিনিটে শেষ গোলটি ওসমান দেম্বেলের। ৮২ মিনিটে বায়ার্নের মিডফিল্ডার লিও গোর্তেকাকে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচো। এরপর যোগ করা সময়ের ২ মিনিটে ক্লাবটির আরেক ডিফেন্ডার লুকাস হার্নান্দেজও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।  নির্ধারিত সময়ের শেষ ৮ মিনিট ৯ জন নিয়ে খেলেছে পিএসজি। এরপরও ম্যাচের অন্তিম মুহূর্তে ডেম্বেলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage