Image

খেলা

মেসির ডাবলে দুর্দান্ত প্রত্যাবর্তন, প্রতিপক্ষের জালে এক হালি গোল মায়ামির

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ১১:০৯ দুপুর

1
Shares

Image

ক্লাব বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর মেজর লিগ সকারে (এমএলএস) ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলো ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জোড়া গোল ও একটি অ্যাসিস্টে মন্ট্রিয়েলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্রের এই ক্লাব। রোববার (৬ জুলাই) মন্ট্রিয়েলের ঘরের মাঠ সাপুতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে কিছুটা এগিয়ে ছিল মায়ামি। ৫৮ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখে তারা নেয় ১৫টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। অপরদিকে মন্ট্রিয়েল নেয় ১৩টি শট, যার ৮টি ছিল অন টার্গেট। তবে ম্যাচের শুরুটা ভালো ছিল না মায়ামির জন্য। ম্যাচের ১৩তম মিনিটে একটি ভুল ব্যাকপাস থেকে গোল হজম করে তারা। ডি-বক্সের বাইরে মেসির বাড়ানো বল ধরে তা জালে পাঠান মন্ট্রিয়েলের ঘানার ফরোয়ার্ড প্রিন্স ওইউসু। তবে সেই ভুল পুষিয়ে দিতেই যেন উদগ্রীব হয়ে ওঠেন মেসি। একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিলেন না। অবশেষে ৩৩তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে সমতা ফেরান তাদেও আলেন্দে। সাত মিনিট পরই গোল করে দলকে লিড এনে দেন মেসি নিজেই। লুইস সুয়ারেজের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কার্লিং শটে লক্ষ্যভেদ করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে ইন্টার মায়ামি। ৬০তম মিনিটে আলেন্দের পাস থেকে জোরালো শটে ব্যবধান ৩-১ করেন তেলাস্কো সেগোভিয়া। এর পরের মিনিটেই আবারও আলো ছড়ান মেসি। একক প্রচেষ্টায় প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে নিঁখুত শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে মেসির দল। তালিকার শীর্ষে রয়েছে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট পাওয়া সিনসিনাটি। এমএলএসে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্সে নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্নের জবাব দিলেন লিওনেল মেসি। ক্লাব বিশ্বকাপে সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে ব্যর্থতা ভুলিয়ে দিয়ে জানিয়ে দিলেন এখনো ঝলক দেখানোর অনেক কিছু বাকি।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage