Image

বিনোদন

টুটুল চৌধুরীর ‘হিসাব’ শর্টফিল্মে ভিউয়ের বন্যা, দেড় মাসে ১৩ মিলিয়নের বেশি দর্শক

Image

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ২:১১ দুপুর

10
Shares

Image

টুটুল চৌধুরীর ‘হিসাব’ শর্টফিল্মে অভাবনীয় সাড়া: ফেসবুকেই ১৩ মিলিয়নের বেশি ভিউ, মন ছুঁয়ে যাওয়া গল্পে মুগ্ধ দর্শক বাংলাদেশের বিনোদন জগতে ছোট পর্দা থেকে বড় পর্দা—সবখানে নিজের অবস্থান শক্তভাবে গড়ে তুলেছেন গুণী অভিনেতা টুটুল চৌধুরী। অভিনয়ে তার দক্ষতা ও আন্তরিকতা বহু আগেই দর্শকের হৃদয় জয় করেছে। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশিত তার অভিনীত মানবিক গল্পভিত্তিক শর্টফিল্ম ‘হিসাব’ নতুন করে আলোচনায় এনেছে তাকে। মাত্র দেড় মাসে ১৫ মিনিট দৈর্ঘ্যের এই শর্টফিল্মটি শুধু ফেসবুক প্ল্যাটফর্মেই দেখেছেন ১৩ মিলিয়নেরও বেশি মানুষ। যা বাংলাদেশের কনটেন্ট দুনিয়ায় অত্যন্ত উল্লেখযোগ্য একটি রেকর্ড। ভিউয়ের পাশাপাশি শর্টফিল্মটির প্রতি দর্শকের আবেগ ও ভালোবাসাও প্রকাশ পেয়েছে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে—যেখানে ১৫ মে পর্যন্ত লাইক পড়েছে প্রায় দেড় লাখ এবং কমেন্ট সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। মানবিক গল্পেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ‘হিসাব’ ২০২৪ সালের ৩১ মার্চ টুটুল চৌধুরীর নিজস্ব ফেসবুক পেজে শর্টফিল্মটি প্রকাশের পর থেকেই এটি ভাইরাল হতে শুরু করে। গল্পের আবেগঘন উপস্থাপন, সংলাপের গভীরতা এবং অভিনেতাদের সাবলীল অভিনয়—সব মিলিয়ে দর্শকরা এটিকে সাদরে গ্রহণ করেন। ‘হিসাব’-এ একটি শহুরে দম্পতির জীবনের টানাপোড়েন, সন্তান পালনে অবহেলার পরিণতি এবং শিশুসন্তানের জীবনের গভীর উপলব্ধি তুলে ধরা হয়েছে। শর্টফিল্মটি মানুষের পারিবারিক জীবন, সময়ের মূল্য এবং বাবা-মায়ের প্রতি সন্তানের নীরব আকুতি—এসব বিষয়কে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা টুটুল চৌধুরী বলেন, “আমি যখন প্রথম গল্পটি পড়ি, তখনই বুঝি—এটা সাধারণ গল্প নয়। এখানে একজন শিশুর চোখ দিয়ে পরিবার, সময় ও ভালোবাসার মতো বিষয়গুলো যেভাবে ফুটে উঠেছে, সেটা দর্শকদের মনে নাড়া দেবে বলেই আমার বিশ্বাস ছিল। আর দর্শকরা যেভাবে সাড়া দিয়েছেন, সেটা আমার প্রত্যাশারও ঊর্ধ্বে।” তিনি আরও বলেন, “আমাদের সমাজে কর্মব্যস্ত বাবা-মায়েরা অনেক সময় সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। শিশুরা তখন চুপচাপ থেকে যায়, কিন্তু তাদের ভেতরে অনেক প্রশ্ন, অনেক কষ্ট জমে। ‘হিসাব’ সেই নিঃশব্দ যন্ত্রণা ও না-পাওয়ার হিসাব তুলে ধরেছে।” নির্মাণ ও অভিনয় ‘হিসাব’ শর্টফিল্মটির রচয়িতা ও পরিচালক আরিফুর রহমান নিয়াজ। অভিনয়ে টুটুল চৌধুরী ছাড়াও রয়েছেন গুণী অভিনেতা ফারুক আহমেদ, মাইশা, পুতুলসহ আরও অনেকে। সংলাপ, আবহসংগীত এবং ক্যামেরার কাজও প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের মাঝে। টুটুল চৌধুরীর সাম্প্রতিক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা টুটুল চৌধুরীর অভিনয়জীবন বহুদিনের। তিনি নিজেকে টিভি নাটক, চলচ্চিত্র, মঞ্চনাটক—সব মাধ্যমে প্রমাণ করেছেন। তার অভিনীত ‘কানামাছি’ নামের একটি চলচ্চিত্রের শুটিং ও এডিটিং ইতোমধ্যে শেষ হয়েছে, এবং এখন এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তিনি বর্তমানে ‘আবার’ নামের একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি পরিচালনা করছেন অঞ্জন আইচ, যিনি তার নিজস্ব শৈলীতে গল্প বলার জন্য পরিচিত। একই সঙ্গে কায়সার আহমেদের পরিচালনায় ‘অচিনপুর’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন, যা বর্তমানে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে। পর্দার বাইরেও সক্রিয় অবদান শুধু অভিনয়েই নয়, টুটুল চৌধুরী বর্তমানে একজন সফল মোটিভেশনাল স্পিকার হিসেবেও সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। জীবন ও সম্পর্কভিত্তিক বাস্তব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে তার বক্তব্য তরুণদের মাঝে ইতিবাচক অনুপ্রেরণা ছড়াচ্ছে। এর পাশাপাশি, তিনি দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক-এর পরিচালকের দায়িত্বও সুনামের সঙ্গে পালন করছেন। ফলে একাধারে তিনি একজন অভিনেতা, চিন্তাশীল মানুষ ও প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিত্ব হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage