Image

বিনোদন

টিকটকে লাইভের সময় তরুণীকে গুলি করে হত্যা

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ৫:৪৪ বিকাল

1
Shares

Image

মেক্সিকোয় টিকটকে লাইভ করার সময় ভ্যালেরিয়া মার্কুইজ নামে ২৩ বছর বয়সী এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার দেশটির জাপোপান শহরের একটি বিউটি পারলারে এ ঘটনা ঘটে। ইনস্টাগ্রাম ও টিকটকে তার প্রায় দুই লাখ অনুসারী রয়েছে। খবর দ্য গার্ডিয়ান [https://www.theguardian.com/world/2025/may/14/mexican-beauty-influencer-killed-tiktok]।  ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাপোপান শহরের ওই বিউটি পারলারে চাকরি করতেন ভ্যালেরিয়া। মঙ্গলবার এক ব্যক্তি পারলারে ঢুকে হঠাৎ করে তার ওপর গুলি চালান। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম জানা যায়নি। গুলি করে হত্যার কয়েক মুহূর্ত আগে ভ্যালেরিয়াকে পারলারের ভেতরে বসে টিকটকে লাইভ করতে দেখা যায়। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘তারা আসছেন।’তখন পেছন থেকে একজন বলে ওঠেন, ‘এই যে, ভেল।’ জবাবে ভ্যালেরিয়া বলেন, ‘হ্যাঁ।’ এর পরপরই লাইভের শব্দ বন্ধ করে দেয়া হয়। কিছুক্ষণ পরই ভ্যালেরিয়াকে গুলি করে হত্যা করা হয়।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage