Image

বিনোদন

বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শাইনির

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৫, ৫:০০ বিকাল

1
Shares

Image

ভারতের টিভি সিরিয়ালের জগতে জনপ্রিয় নাম শাইনি দোশি। বহু ধারাবাহিকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। টেলিভিশনে তার প্রথম শো ছিল সঞ্জয় লীলা বানসালির ‘সরস্বতীচন্দ্র’। এরপর অসংখ্য ধারাবাহিকে নিয়মিত দেখা গেছে অভিনেত্রীকে। অভিনয় জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না শাইনির জন্য। বাহিরের প্রতিকুলতার চেয়ে পারিবারিক বাধাই বেশি অতিক্রম করতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি নিজের অভিনয় জীবনের শুরুর গল্প জানালেন তিনি। এক সাক্ষাৎকারে শাইনি বলেন, ‘আমার মা চেয়েছিলেন আমি অভিনেত্রী হই। যদিও আমি ডাক্তার হতে চেয়েছিলাম। বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন অনেক আগেই। এরপর আমাদের দেখাশোনা করার মতো আর কেউ ছিল না।’ তিনি আরও বলেন, ‘আমি আমার পরিবারের পুত্র সন্তান হতে চেয়েছিলাম। বাড়ির ছেলের মতো করেই আমাকে সবকিছু দেখাশোনা করতে হতো। আমি যখন মুম্বাই আসি, তখন আমার অ্যাকাউন্টে মাত্র ১৫ হাজার টাকা ছিল। আমি জানতাম না আমি কীভাবে বাঁচব, কীভাবে কাজ করব। এরপর এইডসের জন্য সচেতনতামূলক একটি বিজ্ঞাপনে আহমেদাবাদে মডেলিং করি।’ বাবার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে শাইনি বলেন, ‘যখনই আমার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হতো, সে সময় বাবা মাকে বলতেন- ‘‘রাত ৩টার সময় মেয়েকে কোথায় নিয়ে যাও, ব্যবসা করাতে যাও?’’ তার মুখের ভাষা খুবই ঘৃণ্য ছিল।’ শাইনির বাবা বন্ধুদের সঙ্গে অমরনাথ যাত্রায় গিয়ে দুর্ঘটনাগ্রস্থ হয়ে মারা যান। বাবার কাছ থেকে এত খারাপ কথা শোনা সত্ত্বেও বাবার মৃত্যুর পর অন্তিম যাত্রায় মুখাগ্নি করেছিলেন শাইনি। এরপর পরিবারের দায়িত্বের পুরোটা তুলে নেন নিজের কাঁধে। শেষ পর্যন্ত মুম্বাইয়ের চাকচিক্যময় জগতে নিজের ঠিকানা খুঁজে নেন শাইনি।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage