Image

বাংলাদেশ

আ.লীগ কর্মীর বাড়িতে ইফতার খাওয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

Image

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ৬:৩০ বিকাল

0
Shares

Image

রাজশাহীর বাঘায় এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে ইফতারের দাওয়াত খাওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার মনিগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কর্মী বকুল হোসেন পক্ষের কর্মী জাহিদ হাসান নামের এক ব্যক্তি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি ছবিসহ একটি পোস্ট দিয়ে লিখেছেন ‘গতকাল ২৪শে রমজান মনিগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক পিন্টুর নেতৃত্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী গোলাপের (গোলাম মোস্তফা) বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।’ ফেসবুকের পোস্টটি আয়নাল হক পিন্টু ও তাঁর সমর্থকদের নজরে আসে। ওই দিন বিষয়টি নিয়ে মনিগ্রাম বাজারে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। আহত নেতা-কর্মীরা হলেন উপজেলার মনিগ্রামের সোহাগ আলী (১৮), বকুল হোসেন (৩৮), রনি হোসেন (৩১), আলিফ হোসেন (২০), ফারুক হোসেন (৪০) কুদরত আলী (৪১), সোহেল রানা (৩০) ও উপজেলার তুলশিপুর গ্রামের জাহিদ হোসেন (৩০) ও মজিবর রহমান (৪১)। তাঁদের মধ্যে সোহাগ আলীর অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage