Image

বাংলাদেশ

ধর্ষণের পর গলা কেটে হত্যা, কানের দুল বেচতে গিয়ে ধরা

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:১২ দুপুর

0
Shares

Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধর্ষণের পর এক নারীকে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যার পর তার কানের দুল বেচতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। ওই যুবকের নাম মো. মারুফ (২৬)।  শনিবার স্বর্ণের একটি কানের দুল দোকানে বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে আটকের পর গণধোলাই দিলে ঘটনার কথা স্বীকার করেন ওই যুবক। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জানান, শুক্রবার বিকালে বাইশারীতে বিলেরপাড় থেকে গরু আনতে গিয়ে তৈয়বা বেগম আর ফিরে আসেনি। সন্ধ্যায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে বিলের পাড়ে তৈয়বার লাশ পড়ে থাকতে দেখেন। লাশের গলায় ও হাতের কবজি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তৈয়বা বেগমের কানে দুল পরা থাকলেও লাশ উদ্ধারের সময় দুল পাওয়া যায়নি বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা মারুফ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। লাশের সুরতহাল তৈরির পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage