Image

বাংলাদেশ

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন নিহত পাইলট সাগর

Image

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:২৪ দুপুর

0
Shares

Image

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ সমাহিত করা হবে রাজশাহীতে। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তার মরদেহ দাফন করা হবে। তৌকিরের চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধ্বস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ হেলিকপ্টারে নেওয়া হবে রাজশাহীতে। বিকেলে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হবে। তিনি আরো জানান, তৌকিরের মৃত্যুতে শোকের আবহ, পুরো রাজশাহী নগরীজুড়ে। সকাল থেকেই ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন স্বজনরা। তৌকিরের বন্ধু-বান্ধবসহ পরিচিতরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জেলা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করেছে।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage