Image

বাংলাদেশ

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

Image

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৩৮ দুপুর

5
Shares

Image

রাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন বেঁচে ফিরতে পেরেছে। রজনীর মরদেহ ইতিমধ্যে তাদের গ্রামের বাড়িতে আনা হয়েছে। স্থানীয়রা জানান, গাংনী উপজেলার বাওট গ্রামের মেয়ে রজনী খাতুন তাঁর মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে মারা যান। রজনী খাতুনের ভাই আশিক আহমেদ বলেন, ‘দুলাভাই জহুরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। এ কারণে বোন রজনী খাতুনকে নিয়ে ঢাকার তিনি বাসায় বসবাস করেন। আর বোনের মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতো ঝুমঝুমকে স্কুল থেকে আনতে যান রজনী খাতুন। বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ভাগনি ঝুমঝুম প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন পরিবারের কাছে আছে।’ মটমুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিয়ামত আলী বলেন, ‘ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে মারা যান রজনী খাতুন। আজ মঙ্গলবার ভোরবেলায় মরদেহ গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে তাঁর বাবার বাড়ি নিয়ে আসা হয়। এখানে মাত্র পাঁচ মিনিট অবস্থান করে তাঁর স্বামীর বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে মরদেহ নিয়ে যায়। এখান থেকে পরিবারের সবাই দৌলতপুরে গেছে।’

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage