Image

খেলা

অভিষেকেই অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ওয়েন

Image

খেলা ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:১১ দুপুর

3
Shares

Image

মূলত ওপেনার। তবে আজ নামতে হয়েছে ছয় নম্বরে। তাও আবার দল যখন ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে। সবচেয়ে বড় কথা, এটি তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ। ব্যাটিংয়ে জড়সড় হয়ে থাকার মতো এত এত ‘উপাদান’ থাকার পরও মাইকেল ওয়েনের ব্যাটে দেখা গেল ভিন্ন চিত্র। যেন নিয়মিতই খেলেন, উইকেটটাও তাঁর খুব চেনা মনে হলো। আজ প্রথমবারের মতো স্যাবাইনা পার্কে খেলতে নেমে অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯০ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া টপকে গেছে ৭ বল আর ৩ উইকেট হাতে রেখে। ৬ ছক্কায় ২৭ বলে ৫০ রান করে ম্যাচসেরা হয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা ওয়েন। স্যাবাইনা পার্কের ম্যাচটিতে অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম নায়ক বেন ডরশুইসও। টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা দুই শ পার হওয়ার পথে ছিল। ১৮ ওভার শেষে দলটির রান ছিল ৪ উইকেটে ১৮৩, ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়ার। তবে ডরশুইসের করা ১৯তম ওভারে পুরো এলোমেলো হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় বলে রাসেল, চতুর্থ বলে শারফেন রাদারফোর্ড আর ষষ্ঠ বলে জেসন হোল্ডার—চার বলের মধ্যে তিন উইকেট তুলে স্বাগতিকদের রানের গতি আটকে দেন ৩১ বছর বয়সী ডরশুইস। বাঁহাতি এ পেসার সব মিলিয়ে ৪ ওভারে নেন ৩৬ রানে ৪ উইকেট। ক্যারিবীয়দের করা ১৮৯ রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়া নবম ওভারে হারায় চতুর্থ উইকেট। এরপর হাল ধরেন ওয়েন ও ক্যামেরন গ্রিন। পঞ্চম উইকেটে এ দুজন গড়েন ৮০ রানের জুটি, ফিফটিও তুলে নেন দুজনই। গ্রিন ৫ ছক্কা আর ২ চারে ৫১ রান করে আউট হওয়ার পর ওয়েন টেনে নেন আরও কিছুটা পথ। ১৭তম ওভারে আলজারি জোসেফকে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করার পরের বলেই আরেকটি মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ওয়েন। ততক্ষণে জয় থেকে মাত্র ১৫ রান দূরে অস্ট্রেলিয়া, যা তুলতে কিছুটা সময় লাগলেও ম্যাচ শেষ ওভার পর্যন্ত যায়নি। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৮৯/৮ (চেজ ৬০, হোপ ৫৫, হেটমায়ার ৩৮; ডরশুইস ৪/৩৪)। অস্ট্রেলিয়া: ১৮.৫ ওভারে ১৯০/৭ (গ্রিন ৫১, ওয়েন ৫০, মার্শ ২৪; মোতি ২/২৯, হোল্ডার ২/৩২)। ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী। ম্যান অব দ্যা ম্যাচ: মাইকেল ওয়েন।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage