Image

খেলা

কার গায়ে উঠছে রিয়ালের ১০ নম্বর জার্সি

Image

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:৫৫ দুপুর

0
Shares

Image

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের আইকনিক ১০ নম্বর জার্সি গায়ে চড়াতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। আনুষ্ঠানিকভাবে রিয়াল এখনো বিষয়টি নিশ্চিত না করলেও ইএসপিএন এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। গত মৌসুমে এমবাপ্পে খেলেছিলেন ৯ নম্বর জার্সি গায়ে। গত ৮ মৌসুম রিয়ালের ১০ নম্বর জার্সি ছিল লুকা মডরিচের। এবার তিনি দল ছাড়ায় ফাঁকা হয়ে যায় এটি। স্প্যানিশ গণমাধ্যমও জানিয়েছে, ‘আইকনিক’ জার্সিটি পাচ্ছেন এমবাপ্পে। ফ্রান্স জাতীয় দলেও ১০ নম্বর জার্সি পরেন এই ফরোয়ার্ড। রিয়ালেও এটি পাওয়ার আকাঙ্ক্ষা আগে থেকেই ছিল এমবাপ্পের। রিয়ালে প্রথম মৌসুমে দারুণ ছন্দে ছিলেন তিনি। লা লিগায় ৩১ গোলের পাশাপাশি পুরো মৌসুমে গোল করেছেন ৪৪টি। তবে অভিষেক বছরে রিয়ালে কোনো মেজর শিরোপা জেতা হয়নি এমবাপ্পের। অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপও মাতাতে পারেননি। সেমিফাইনালে তাঁরই সাবেক ক্লাব পিএসজির কাছে রিয়াল হারে ৪-০ ব্যবধানে। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়ে স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন ব্রায়ান এমবুমো। ব্রেন্টফোর্ড থেকে এই ফরোয়ার্ডকে পাঁচ বছরের চুক্তিতে দলে টেনেছে রেড ডেভিলরা। নতুন ক্লাবে এসে ২৫ বছরের এই ফুটবলার বলেছেন, ‘যখনই জানতে পেরেছি ম্যানচেস্টার ইউনাইটেডে আমাকে চাচ্ছে, স্বপ্নের ক্লাবে যোগ দেওয়ার সুযোগ লুফে নিতে আর দেরি করিনি। এই ক্লাবের জার্সি গায়েই আমি বেড়ে উঠেছি।  এমবুমোর বাবা ক্যামেরুনের, আর মা ফ্রান্সের। তাঁর জন্মও ফ্রান্সে। বয়সভিত্তিক ফুটবলে অনূর্ধ্ব-২১ পর্যন্ত খেলেছেন ফ্রান্সের হয়ে। পরে জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন ক্যামেরুনকে। দেশটির হয়ে ২২ ম্যাচে তাঁর গোল আছে ছয়টি। গত ছয় মৌসুম ব্রেন্টফোর্ডে ধীরে ধীরে নিজের উন্নতি করেছেন এমবুমো। ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন উচ্চতা ছুঁতে চান, ‘আমার মানসিকতা সব সময়ই হলো গতকালকের চেয়ে আরো ভালো হয়ে ওঠা। আমি জানি, নতুন উচ্চতা স্পর্শ করার তাড়না, রুবেন আমোরির (কোচ) কাছ থেকে শেখা এবং বিশ্বমানের ফুটবলারদের সঙ্গে খেলার মানসিকতা আমার আছে।’ ম্যানইউ ছেড়ে বার্সেলোনায় যোগ দিতে তিন দিন আগে স্পেনে গেছেন মার্কাস রাশফোর্ড। অবশেষে গত রাতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সইয়ের ঘোষণা করেছে বার্সেলোনা। নতুন ক্লাবে ১৪ নম্বর জার্সি পরে খেলবেন এই ফরোয়ার্ড। কাল জার্সি হাতে ক্লাব সভাপতির সঙ্গে পোজ দিতে দেখা যায় তাঁকে। ২০২৬ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতেই থাকবেন রাশফোর্ড। পারফরম্যান্সে সন্তুষ্ট হলে পাকাপাকিভাবে তাঁকে কিনে নিতে পারে কাতালান ক্লাবটি। ইএসপিএন, মার্কা

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage