Image

খেলা

বোনমাতি-জাদুতে জার্মানিকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন

Image

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:৫৩ দুপুর

0
Shares

Image

স্পেন নারী দলের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হলো। জার্মানিকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরো ফাইনালে উঠল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই ইতিহাস গড়ার নায়িকা বর্তমান ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার আইতানা বোনমাতি। টুর্নামেন্ট শুরুর আগেই এক ভয়ঙ্কর অসুস্থতায় পড়েছিলেন বোনমাতি। ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ইউরোর ঠিক আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তবে শুরুতে মাঠে নামতে পারেননি। বেঞ্চ থেকেই খেলতে হয় প্রথম দুই ম্যাচে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের ছন্দে ফেরেন এই দুইবারের ব্যালন ডি’অর জয়ী। সেমিফাইনালে ম্যাচ যখন যাচ্ছিল টাইব্রেকারের দিকে, তখন অতিরিক্ত সময়েই এগিয়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। আথেনেয়া দেল কাস্তিয়োর পাসে নিখুঁতভাবে জায়গা তৈরি করে দুর্দান্ত শটে গোল করেন বোনমাতি। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে স্প্যানিশ সমর্থকেরা।  ম্যাচ শেষে আবেগঘন বোনমাতি বলেন, ‘এ নিয়ে একটা বই লিখে ফেলতে পারি!’ স্পেন কোচ মন্তসে তোমে বলেন, ‘এই টুর্নামেন্টের শুরুটা তার জন্য সহজ ছিল না। কিন্তু ওর ব্যক্তিত্বই ওকে বড় খেলোয়াড় বানিয়েছে।’ এই জয় স্পেনের জন্য ঐতিহাসিক, কারণ এই প্রথম তারা ইউরোতে ফাইনালে উঠল। সেই সঙ্গে জার্মানিকে হারানো। যেটা তারা এর আগে আটবার চেষ্টা করেও পারেনি। এবার সেটা বাস্তব করে দেখাল বোনমাতিদের দল। আগামী রবিবার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage