Image

খেলা

সাকিবদের হারিয়ে গ্লোবাল সুপার লিগের মেগা ফাইনালে রংপুর রাইডার্স

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৫২ দুপুর

2
Shares

Image

গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগ— জিএসএলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। বুধবার (১৬ জুলাই) সাকিব আল হাসানদের দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে শিরোপা নির্ধাারণী ম্যাচের টিকিট নিশ্চিত করল উত্তরবঙ্গের ফ্র্যাঞ্জাইজিটি। এদিন, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ১৫৯ রানের লক্ষ্য দিয়ে দুবাইকে ১৫০ রানে গুটিয়ে দিয়েছে রংপুর। সাকিব ব্যর্থ হয়েছেন টানা তৃতীয় ম্যাচে। প্রথম ম্যাচে সেন্ট্রালের বিপক্ষে ব্যাট হাতে ৫৮ ও বল হাতে ৪ উইকেট নেয়ার পরের ২টি ম্যাচে তার স্কোর যথাক্রমে ৭ ও ৪। আজ ব্যাট হাতে সাকিব করেছেন ৩ রান। বল হাতে পেয়েছেন মাত্র ১টি উইকেট। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে রংপুর। ৩২ বল মোকাবিলায় দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। এছাড়া ১৮ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক নুরুল হাসান সোহান। জবাবে, দুবাই ক্যাপিটালসের আফগান ওপেনার ৩১ বলে ৩৮ রান করেন। বাকিদের মধ্যে সঞ্জয় কৃষ্ণমূর্তি ২৭, ডমিনিক ড্রেকস ২২, কাইস আহমেদ ১৮ ও জেসে বুটানের ব্যাটে আসে ১৫ রান। রংপুরের হয়ে সাইফ হাসান ৩ ও খালেদ আহমেদ ২টি উইকেট পান। তাবরাইজ শামসি ছাড়া বাকিরা প্রত্যেকে একটি করে শিকার করেন। উল্লেখ্য, ১৮ জুলাই হবে আসরের ফাইনাল। রংপুরের বিপক্ষে ফাইনালের অন্য স্পটটির জন্য লড়াই হবে মূলত গায়ানা অ্যামাজন, হোবার্ট হারিকেন্স ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মধ্যে। ৪ ম্যাচে ১টি জয় নিয়ে ফাইনালের লড়াই থেকে ইতোমধ্যেই ছিটকে পরেছে সাকিবরা।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage