Image

খেলা

সাকিব থাকলে একাদশ নির্বাচনে বিলাসিতার সুযোগ ছিল

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৫৬ দুপুর

1
Shares

Image

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সাকিব আল হাসানের অধ্যায় প্রায় শেষের পথে- এ ধারণা ক্রিকেটপ্রেমীদের মধ্যে অনেক দিন ধরেই ঘুরছে। তবে মাঠে সাকিবের প্রভাব এখনো অনুভূত হচ্ছে দলের টিম ম্যানেজমেন্টে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সে বাস্তবতাই তুলে ধরলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। সালাহউদ্দিন স্পষ্ট জানালেন, সাকিব দলে থাকলে একাদশ সাজানোর ক্ষেত্রে কিছুটা ‘বিলাসিতা’ করা যেত। অতিরিক্ত একজন ব্যাটার বা বোলার নেওয়ার সুযোগ থাকত। ‘সাকিব থাকাকালে আমাদের কাছে লাক্সারির সুযোগ ছিল। তখন হয়তো একজন অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলানো যেত। এখন সে সুযোগ নেই,’ বলেন সালাহউদ্দিন। সাকিবের অনুপস্থিতিতে স্কোয়াডের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে গেছে। কখনো ব্যাটার কম পড়ে যায়, কখনো বোলারের অভাব অনুভূত হয়। ‘দলের শক্তি অনুযায়ী আমাদের পরিকল্পনা করতে হয়। নাসুমকে খেলালে সুবিধা পাওয়া যেত, কিন্তু তখন রিশাদকে হয়তো বসিয়ে দিতে হতো। আবার ব্যাটিং অর্ডারের দিকেও তাকাতে হয়- কয়জন ব্যাটার আছে, কে ফর্মে আছে বা কে নেই,’ ব্যাখ্যা দেন তিনি। বাংলাদেশ দল নিয়ে সাধারণ সমালোচনার বিষয়ে সালাহউদ্দিনের অবস্থান স্পষ্ট। বলেন, ‘সব সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হয়। সেরা একাদশ মাঠে নামানোর চেষ্টাই থাকে সবার আগে। তবে এখানে কোনো বিলাসিতা করার জায়গা নেই। আমাদের বাস্তবতা বুঝেই এগোতে হয়।’

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage