শনিবার, ২৬ জুলাই ২০২৫, রাত ৩:০৭ সময়
নিউজ ডেস্ক
প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ১০:৫৩ দুপুর
ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। শনিবার (৫ জুলাই) তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে তাকে দেখা গেছে। আশুরা উপলক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে একটি মসজিদে কয়েক ডজন লোক উপস্থিত ছিলেন। এতে খামেনেয়িকে মসজিদে প্রবেশের সময় শ্লোগান দেয়া জনতার দিকে হাত ও মাথা নাড়তে দেখা যায়। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে যে ভিডিওটি মধ্য তেহরানের ইমাম খোমেনেয়ি মসজিদ থেকে ধারণ করা হয়েছে। এর আগে গত ১৩ জুন ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে খামেনেয়ি নিরাপদ জায়গায় অবস্থান নেন। তখন থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। সংঘাতের মধ্যে ২২ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে ওয়াশিংটন জানে ইরানি নেতা কোথায় আছেন, কিন্তু "অন্তত আপাতত" তাকে হত্যা করার কোনও পরিকল্পনা তাদের নেই।২৬ জুন রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত রেকর্ড করা ভাষণে খামেনেয়ি ইরানের আত্মসমর্পণের জন্য ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে বলেছিলেন, কাতারে মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়ে তেহরান "আমেরিকার মুখে চপেটাঘাত করেছে"।