বুধবার, ২৩ জুলাই ২০২৫, দুপুর ৪:২০ সময়
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ৭:২১ বিকাল
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুন খোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার প্রদেশের হাঙ্গু জেলায় যৌথ অভিযানে কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। ডনের খবরে বলা হয়, সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও অন্যান্য আইন-প্রয়োগকারী সংস্থাগুলো যৌথ অভিযান চালায়।এই অপারেশনের সময় সন্ত্রাসীদের এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯ জন সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাসীদের গুলিতে জেলা পুলিশ অফিসার (ডিপিও) খালিদ খান, স্টেশন হাউস অফিসার (এসএইচও) দুয়াবা এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অপারেশনটি এখনও চলছে। এদিকে আহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। এ সময় তিনি তাদের সাহসের প্রশংসা করেন। ইসলামাবাদ-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধু জুন মাসে বিশ্বের মধ্যে পাকিস্তানে জঙ্গি সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। সংস্থাটি আর বলছে, ২০২৫ সালের প্রথমার্ধের মধ্যে পাকিস্তানে সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে ৫০২টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে। এতে ৭৩৭ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ২৮৪ নিরাপত্তা কর্মী, ২৬৭ বেসামরিক ব্যক্তি, ১৮০ জঙ্গি ও ৬ জন শান্তি কমিটির সদস্য রয়েছেন।