Image

আন্তর্জাতিক

শি জিনপিংয়ের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:০৪ দুপুর

1
Shares

Image

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ ও বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করেন।  মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।  প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর ২৫তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি মঙ্গলবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।এসসিও সম্মেলনে যোগ দেওয়া সব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গ্রুপ বৈঠকে যোগ দেওয়ার আগে আরাগচি শি'র সঙ্গে একটি সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage