বুধবার, ২৩ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৯ সময়
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:০৪ দুপুর
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ ও বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করেন। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর ২৫তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি মঙ্গলবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।এসসিও সম্মেলনে যোগ দেওয়া সব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গ্রুপ বৈঠকে যোগ দেওয়ার আগে আরাগচি শি'র সঙ্গে একটি সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।