শনিবার, ২৬ জুলাই ২০২৫, রাত ৩:০৮ সময়
নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ৬:০০ বিকাল
হোয়াইট হাউসে ফিরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার (৪ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। খবর আল জাজিরা [https://www.aljazeera.com/news/2025/7/5/iran-has-not-agreed-to-inspections-or-given-up-enrichment-says-trump] ট্রাম্প বলেন, পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ অথবা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয় ইরান। তবে তিনি বিশ্বাস করেন হামলার মাধ্যমে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করে দিতে সক্ষম হয়েছেন। সোমবার তিনি হোয়াইট হাউসে ফিরে ইরানের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন। তবে এই আলোচনার শীর্ষে থাকবে গাজার যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি তেহরানকে পুনরায় পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ শুরু করতে দেবেন না। তিনি আরও বলেন, ইরানের কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাত করতে চান না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) শুক্রবার জানিয়েছে, ইরান থেকে তারা তাদের পরিদর্শকদের প্রত্যাহার করেছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পুনরায় প্রবেশ নিয়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করে আসছিল, পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে তেহরান পারমাণবিক বোমা তৈরির ইচ্ছার কথা অস্বীকার করেছে এবং বছরের পর বছর ধরে পুনর্ব্যক্ত করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কিংবা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি কেউই বলেননি যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ তারা পেয়েছেন। এ অবস্থার মধ্যে তিন সপ্তাহ আগে ইসরায়েল ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতে জড়িয়ে পড়ে। এতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর প্রথম সামরিক হামলা চালায়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালায়। এরপর থেকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারেনি। তবে গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনার পরিদর্শন তাদের প্রথম অগ্রাধিকারমূলক কাজের মধ্যে রয়েছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান বলছে, তারা এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার ওপর থেকে তাদের বিশ্বাস উঠে গেছে। এ অবস্থার মধ্যে বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেন। এর আগেই ইরানের সংসদে আইএইএকে সহযোগিতা স্থগিতের একটি বিল পাস হয় এবং দেশটির গার্ডিয়ান কাউন্সিল সেটি অনুমোদন করে।