Image

আন্তর্জাতিক

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ১:০৯ দুপুর

1
Shares

Image

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই বর্তমানে সৌদি আরবের প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। ২০২০ সালের আব্রাহাম চুক্তির ভিত্তিতে ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য চাপ দিচ্ছে। তবে সৌদি আরব জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনের বিষয়ে কোনো সমাধান না হলে এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে এটা সম্ভব নয়। মূলত, ‘আব্রাহাম চুক্তি’ ২০২০ সালে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে আরব বিশ্বে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কের পথ সুগম হয়। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের এই বক্তব্য আঞ্চলিক শান্তি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage