Image

খেলা

এশিয়ান কাপ বাছাইয়ে কাল মুখোমুখি বাংলাদেশ-মিয়ানমার

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ২ জুলাই ২০২৫, ১০:৪০ দুপুর

2
Shares

Image

এশিয়ান কাপ বাছাইয়ে বুধবার (০২ জুলাই) গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ নারী ফুটবল দলের। স্বাগতিক মিয়ানমারকে হারাতে পারলে মূল পর্বে খেলার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে ঋতুপর্ণা-আফঈদাদের। র‍্যাঙ্কিংয়ে দু’দলের পার্থক্য ৭৩, তবু আত্মবিশ্বাসী বাংলাদেশ। ইয়াংগুনে দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ।  মিয়ানমার যাবার আগে এতটা সম্ভাবনাময় ছিল না বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন। প্রথম ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে স্বপ্নটা বড় করেছেন ঋতুপর্ণা-তহুরা খাতুনরা। দ্বিতীয় ম্যাচটা মূল পরীক্ষা লাল-সবুজের নারীদের। গ্রুপে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা মিয়ানমার পরীক্ষার ওপর নির্ভর করছে প্রথম এশিয়ান কাপ ভাগ্য। যারা বাছাইয়ের স্বাগতিকও। ২০১৮ সালে মিয়ানমারে স্বাগতিকদের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সময়ের সঙ্গে নারীদের সাফল্য, শক্তি, সামর্থ্য বেড়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার র‍্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে থাকা দলকে হারাতে চায় ১২৮-এর বাংলাদেশ। দলে ইনজুরি নেই, পরিকল্পনার জন্য প্রথম ম্যাচের পর দু’দিন সময় পেয়েছেন হেড কোচ পিটার বাটলার। সিনিয়র জুনিয়র সমন্বয়ে দল পুনর্গঠনের দায়িত্ব যার কাঁধে, আছে আলোচনা-সমালোচনার বোঝা। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ নিশ্চিত করেছেন পুরো দলই উজ্জীবিত। মিয়ানমারকে হারালেই এশিয়ান কাপে খেলা শতভাগ নিশ্চিত হবে না বাংলাদেশের। তবে, সম্ভাবনা বাড়বে বহুগুণ। কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে লাল সবুজ নারীদের জয় প্রত্যাশিত। নিজেদের প্রথম ম্যাচে যারা ৮-০ গোলে হেরেছে মিয়ানমারের কাছে।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage