Image

বাংলাদেশ

বাড়ির সামনে চিরকুট ‘তোর ছেলে বাহির হলে উড়িয়ে দেব’

Image

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২ জুন ২০২৫, ৩:৩৫ দুপুর

0
Shares

Image

মেহেরপুরের গাংনী উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বোমাসদৃশ বস্তুর নিচ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। সোমবার (০২ জুন) সকালে উপজেলার বামুন্দী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এগুলো রাখতে পারে বলে ধারণা পুলিশের। ওই আওয়ামী লীগ নেতার নাম আব্দুর রশিদ। তিনি গাংনী উপজেলায় বামুন্দী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইটভাটা ব্যবসায়ী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতের কোনো এক সময় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের বাড়ির গেটের সামনে একটি বোমা ও চিরকুট রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ছিল, ‘রশিদ তোরে বলেছিলাম তোর ছেলে স্কুলে যেন না যায়। তোর ছেলে বাহিরে বাহির হলে এখন রেখে গেলাম এরপর উড়িয়ে দেবো।’ গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, উদ্ধারকৃত বোমাসদৃশ বস্তুটিকে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage