Image

বাংলাদেশ

ভিডিও ভাইরালের পর অটোচালকের পায়ে পড়লেন দম্পতি

Image

অনলাইন সংস্করণ

প্রকাশ: ২ জুন ২০২৫, ৩:৩৩ দুপুর

0
Shares

Image

পায়ের ওপর রিকশা তুলে দেওয়ায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন এক দম্পতি। এরপর তাদের আচরণের ভিডিও ভাইরাল হয়ে যায় ফিরে এসেছেন অটোচালকের কাছে। কেবল তাই নয়, আচরণের জন্য তার পায়ে পড়ে ক্ষমাও চেয়েছেন তারা। সোমবার (০২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুতে এক অটোরিকশাচালককে স্যান্ডেল দিয়ে মারধরের ঘটনায় পঙ্কুরি মিশ্র নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবারের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে রোববার তাকে আটক করে পুলিশ। পরে তাকে স্টেশন বেইলে মুক্তি দেওয়া হয়। জানা গেছে, পঙ্কুরি তার স্বামীর সঙ্গে একটি টু-হুইলারে করে যাওয়ার সময় অটোচালক লোকেশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ করেন, লোকেশ তার পায়ের উপর দিয়ে অটো চালিয়ে গেছেন। যদিও লোকেশ এই অভিযোগ অস্বীকার করেন। তর্কচলাকালীন লোকেশ পুরো ঘটনাটি ভিডিও করতে শুরু করলে পঙ্কুরি ক্ষিপ্ত হয়ে তাকে স্যান্ডেল দিয়ে মারধর করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বনাবে ভিডিও? চাল বনাও ভিডিও।” (ভিডিও বানাবে? চালাও বানাও ভিডিও।) এরপর তিনি কারও সঙ্গে ফোনে কথা বলতে বলতে বলেন, উনি প্রথমে আমার পায়ে অটো চালিয়েছেন, এখন আবার ভিডিও করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় পঙ্কুরির স্বামী তাদের টু-হুইলারে বসে পুরো ঘটনাটি ভিডিও করছিলেন। অটোচালক লোকেশ পরে জানান, তিনি ভিডিও করেছিলেন কারণ পঙ্কুরি স্থানীয় ভাষা কন্নড় না বলে হিন্দিতে তর্ক করছিলেন। ঘটনার পর ভিডিওতে দেখা যায়, পঙ্কুরি ও তার স্বামী লোকেশের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছেন। পঙ্কুরি বলেন,আমি দুঃখিত। আমি গর্ভবতী, তাই ভয় পেয়েছিলাম যদি মিসক্যারেজ হয়ে যায়। তিনি বলেন, আমার কন্নড় ভাষাভাষী মানুষের প্রতি কোনো বিদ্বেষ নেই। আমরা বেঙ্গালুরুকে ভালোবাসি, এখানকার সংস্কৃতিকে ভালোবাসি, মানুষকেও ভালোবাসি। বেঙ্গালুরু পুলিশ জানান, ভিডিও দেখে তারা বিষয়টি আমলে নেন এবং পঙ্কুরিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে স্টেশন বেইলে মুক্তি দেওয়া হয়েছে।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage