Image

আন্তর্জাতিক

পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১২:১০ দুপুর

1
Shares

Image

পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে খাইবার পাকতুনখাওয়ায় পৃথক তিন অঞ্চলে ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর জিও নিউজ [https://www.geo.tv/latest/606154-nine-indian-sponsored-terrorists-killed-in-separate-kp-operations-ispr] পাকিস্তারে আইএসইপিআর রোববার (২৫ মে) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনারা খাইবার পাকতুনখাওয়ার দেরা ঈসমাইল খান বিভাগে অভিযান চালায়। তারা জানতে পারে সেখানে ভারত সমর্থিত ‘খারেজিরা’ অবস্থান করছে। সেখানে গোলাগুলিতে চার বিদ্রোহী নিহত হয়। আরেক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্যাংক বিভাগে পৃথক একটি অভিযান চালানো হয়। সেখানে ভারত সমর্থিত আরও দুই বিদ্রোহী নিহত হয়। এছাড়া খাইবার বিভাগের বাগ এলাকায় আরেকটি অভিযানে তিন বিদ্রোহী নিহত হয় বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। এসব অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।  ২০২১ সালে আফগানিস্তানে তালেবান আবারও ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষত সীমান্তবর্তী প্রদেশ—খাইবার পাকতুনখাওয়া ও বেলুচিস্তানে।তবে ২০২৫ সালের প্রথম দিকে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিতে কিছু আশাব্যঞ্জক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এ সময়ে সেনাবাহিনী তাদের অভিযান বৃদ্ধি করেছে, ফলে বন্দুক যুদ্ধে অনেক জঙ্গি নিহত হয়েছে।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage