শনিবার, ২৬ জুলাই ২০২৫, রাত ৩:০৯ সময়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ৯:২৪ সকাল
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বড় বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে তার ভাই নাফির (৯)। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ নাফি রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছে। তার শরীরের ৯৫ শতাংশ ফ্লেইম বার্ন হয়েছিল। এর আগে গতকাল রাত ৩টার দিকে তার বোন নাজিয়া মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ বার্ন হয়েছিল। ডা. শাওন বিন রহমান বলেন, এখনও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থীসহ ৪৪ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ১২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি আঁছড়ে পড়ে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ১৬৫ জন ভর্তি রয়েছে।