শনিবার, ২৬ জুলাই ২০২৫, রাত ৩:০৮ সময়
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ৫:৩৮ বিকাল
গত মাসে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ইনিংস খেলেন এইডেন মার্করাম। ২০৭ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১৩৬ রানের ইনিংস খেলেন তিনি। আর বল হাতে শিকার করেন ২ উইকেট। মার্করামের সেই ১৩৬ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা; দ্বিতীয় ইনিংসে ২৮২ রানের বিশাল টার্গেট তাড়া করে প্রথমবারের মতো আইসিসির কোনো শিরোপা জিতে নেয়। এই অলরাউন্ড পারফরম্যান্সেই স্বপ্নের ট্রফি ছুঁয়ে দেখে প্রোটিয়ারা, কাটে ২৭ বছরের ট্রফি-খরা। দক্ষিণ আফ্রিকাকে আইসিসি শিরোপা উপহারে অবদান রেখে জুন মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নেন এইডেন মার্করাম। মাসসেরা নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত মার্করাম বলেন, ‘এই পুরস্কার পাওয়া আমার জন্য অনেক বড় সম্মান। দেশের হয়ে অবদান রাখতে পেরে গর্বিত। লর্ডসে শিরোপা জয় আমাদের জন্য এক ঐতিহাসিক অর্জন।’ শিরোপা জয়ে নিজের পারফরম্যান্সের পাশাপাশি দলের সমন্বিত প্রচেষ্টার কথা তুলে ধরেন মার্করাম। জানান, ‘এটি নিঃসন্দেহে দলগত নৈপুণ্যের ফল। রাবাদা ও বাভুমার অবদান ছাড়া জয় সম্ভব হতো না।’