Image

বিনোদন

আমার মানহানি হয়েছে, মামলা করব: মারিয়া মিম

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ৫:৪৭ বিকাল

1
Shares

Image

বহুল আলোচিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন এই অভিযোগে  পাঁচ মডেল ও তিন নির্মাতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। অভিযোগের তির উঠেছে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, মেন্টার গিয়াস উদ্দিন সেলিম, মেন্টর তানিম রহমান অংশু এবং অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান,মডেল শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে। এবার এ বিষয়ে কথা বললেন অভিনেত্রী ও মডেল মারিয়া মিম। তার দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। বরং এই ঘটনার জন্য তিনি নিজেই মানহানির মামলা করবেন বলে জানান।আইনি নোটিশে বলা হয়, এই তারকারা মাঠে অনুচিত পোশাক পরে অশ্লীলতা ছড়িয়েছেন। তবে মারিয়া মিম পুরো বিষয়টিকে ভাইরাল হওয়ার চেষ্টা বলে মনে করছেন। তার ভাষ্য, প্র্যাকটিসে আমি কী পোশাক পরব সেটা তো আমার নিজস্ব বিষয়। মাঠে আমরা সবাই জার্সি পরেই খেলেছি। কিন্তু ওয়ার্মআপ বা পার্সোনাল মোমেন্টে কেউ কী পরেছে, সেটা নিয়ে এতটা বাড়াবাড়ি করা ঠিক না। তিনি আরও বলেন, আমরা কারও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করিনি। যেসব ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলো খেলার আগে ওয়ার্মআপের সময়কার মুহূর্ত। কোনোভাবে আমাদের পোশাক বা আচরণ অশ্লীল নয়। বরং যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, তাতে আমার সম্মান ক্ষুণ্ন হয়েছে। মিম স্পষ্ট করে জানান, সেই আইনজীবী যা করেছে, এতে আমার মানহানি হয়েছে। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা দিব। বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরোনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে। এতে করে আমারই মানহানি হয়েছে। তার ভাষায়, তিনি ভাইরাল হতেই এসব করছেন। খেলা শেষ হওয়ার পর তিনি এসব বিষয় সামনে আনছেন, যা সন্দেহজনক। মনে হয়, তার নিজের আসলে কোনো কাজ নেই, সে কারণেই অন্যদের আক্রমণ করছেন। এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যুতে আলোচনায় এসেছেন মারিয়া মিম। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘সেলিব্রিটি ক্রিকেট’ বিতর্ক। 

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage