Image

বিনোদন

টেলর সুইফটের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৫, ৪:৫০ দুপুর

2
Shares

Image

যত সমস্যা তৈরির মূলে রয়েছে রোম্যান্টিক ড্রামা ফিল্ম ‘ইট এন্ডস উইথ আস’। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালে। জাস্টিন বাল্ডোনি পরিচালক হয়ে নিজের বিপরীতে অভিনয়ের জন্য কাস্ট করেছিলেন ‘গসিপ গার্ল’খ্যাত তারকা অভিনেত্রী ব্লেইক লাইভলিকে।  মাত্র ২৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি আয় করেছিল সাড়ে তিনশ মিলিয়নেরও বেশি ডলার। সবই ঠিকঠাক ছিল। কিন্তু গোল বাধে সিনেমাটি মুক্তির প্রায় চার মাস পর। সেই বছরের ডিসেম্বরে সংশ্লিষ্ট সিনেমার পরিচালকসহ কয়েকজন অভিনেতার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সিভিল রাইটস ডিপার্টমেন্টে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন ব্লেইক।  এর মাসখানেক পর, চলতি বছরের জানুয়ারিতে লাইভলি ও তার স্বামী রেনল্ডসের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন বাল্ডোনি। এবার এ মামলায়ই জড়ানো হলো পাশ্চাত্যসংগীতের হার্টথ্রব টেলর সুইফ্টকে।  তার বিরুদ্ধে অভিযোগ ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় ব্লেইকের করা চরিত্রটিকে পরিবর্তন করতে পরিচালক বাল্ডোনিকে উসকানি দিয়েছিলেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি টেলর সুইফ্টের নামে সমন পাঠানো হয়েছে। তিনি লাইভলি-বাল্ডোনির আদালতের সমনের সমালোচনা করেছেন।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage