শনিবার, ২৬ জুলাই ২০২৫, রাত ৩:১৪ সময়
নিউজ ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২৫, ৪:৩১ দুপুর
‘‘ওয়েব সিরিজে এর আগেও অভিনয় করেছি। এবারই প্রথম বড় ক্যানভাসের ‘গুলমোহর’ সিরিজে অভিনয়ের সুযোগ হয়েছে। এটি মূলত পারিবারিক সমস্যার গল্পের সিরিজ। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে আপাতত কিছু না বলা গেলেও আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। অনেক অপেক্ষা ছিল সিরিজটি নিয়ে। অবশেষে এটি মুক্তি পেতে যাচ্ছে। অপেক্ষার প্রহর ফুরোলো।’’ নিজের অভিনীত ওয়েব সিরিজ নিয়ে এভাবে বললেন অভিনেত্রী ও মডেল সারিকা সাবাহ। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত আট পর্বের এ সিরিজটি আগামী ১৫ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। এ সিরিজটির মাধ্যমে বেশ বিরতির পর সাবাহর কোনো ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে সিরিজটি সম্পর্কে সাবাহ আরও বলেন, ‘সিরিজটি মুক্তি পাবে, এটি ভেবে আমি বেশ নার্ভাস। জানি না কেমন হবে। দর্শক-প্রতিক্রিয়ার পর বোঝা যাবে কেমন অভিনয় করেছি। নির্মাতা শাওকী ভাই বেশ যত্ন নিয়ে সিরিজটি নির্মাণ করেছেন। আমিও আমার চরিত্রে সর্বোচ্চ শ্রম দিয়েছি। চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। এ সিরিজটির মাধ্যমে দর্শক অন্য এক সারিকা সাবাহকে আবিষ্কার করবেন। আশা করছি, এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ গুলমোহর সিরিজটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘গুলমোহরে কাজের আগে শাওকী ভাই সম্পর্কে এত প্রশংসা শুনেছি, এ কারণে তাঁর সঙ্গে কাজের প্রতি আলাদা একটা লোভ ছিল। শুটিংয়ের পুরো জার্নিটা আমার জন্য ছিল লার্নিং প্রসেস। এখানে অনেক গুণী শিল্পীর সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছে। দারুণ একটি টিম ছিল। অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এই সিরিজের মতো চরিত্র একটিও পাইনি। আমার নিজের চেয়ে ম্যাচিউরড একটি চরিত্র। চরিত্রটিতে অনেক বাঁক আছে। এতে অভিনয়ের জন্য আমাকে ওজন কমাতে হয়েছে। যখন এতে অভিনয় করি তখন বুঝতে পারিনি চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল। অভিনয় শেষ হলে বুঝতে পেরেছি, এটি কতটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। মনিটরে কাজ দেখে মনে হয়েছে কিছু একটা করেছি। শুটিং শেষে সবার সঙ্গে আড্ডা দিয়েছি। শুধু আমি নই, সবাই কাজটি করে তৃপ্ত।’