Image

বিনোদন

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ৮ মে ২০২৫, ২:০৭ দুপুর

1
Shares

Image

আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোয়র ঠাকুরবাড়ি পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে অনুষ্ঠান শুরু হচ্ছে।  এ বছর বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।  কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে ২৫, ২৬ ও ২৭ বৈশাখ (০৮, ০৯, ১০ মে) আয়োজন করা হয়েছে সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠান। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এদিন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন এ অনুষ্ঠানের। এর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত নৃত্য ‘আকাশ ভরা সূর্যতারা’ পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।  রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে একজন কবি, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী ও গল্পকার ছিলেন। তার রচিত গানের জনপ্রিয়তা ব্যাপক। দুই হাজার গান রচনা করেছেন তিনি। অধিকাংশ গানই নিজের সুর করা। তার লেখা ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি বাংলাদেশের জাতীয় সংগীত। এছাড়া ভারতের জাতীয় সংগীতও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তার মৃত্যুর পর বিশ্বভারতী থেকে ৩৬ খণ্ডের ‘রবীন্দ্র রচনাবলী’ প্রকাশ পায়। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পারস্কার লাভ করেন এ কবি। ১৩৪৮ সালের ২২ শ্রাবণ জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage