Image

ধর্ম

আজ চাঁদ দেখা গেলে সৌদিতে ঈদ কাল

Image

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:২০ দুপুর

8
Shares

Image

সৌদি আরবে আজ সন্ধ্যা থেকে ঈদের নতুন চাঁদ দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট।  গালফ নিউজের খবরে বলা হয়, আজ শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় যদি শাওয়াল মাসে চাঁদের দেখা মেলে তবেই শেষ হবে সৌদির মুসলমানদের এক মাসের সিয়াম সাধনা, শুরু হবে ঈদ উৎসবের আমেজ। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তবে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন দেশটির মুসলমানরা। এদিকে, সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতেও একই দিনে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। আরবি মাসগুলো মূলত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তা যেন নিকটস্থ আদালত বা রেজিস্ট্রারে অবগত করেন। প্রসঙ্গত, এ বছর ১ মার্চ থেকে সৌদি আরবসহ আরব বিশ্বের অধিকাংশ দেশে রমজান মাস শুরু হয়েছে। ২৯তম দিনে চাঁদ দেখা না গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ রোজা পূর্ণ হবে। এতে ৩১ মার্চ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। 

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage