Image

জাতীয়

বাড়িতে পৌঁছেছে পাইলট সাগরের লাশ

Image

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ৩:২৬ দুপুর

8
Shares

Image

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের লাশ রাজশাহীতে পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার লাশ। এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার ভাড়া বাসায়। সাগরের মেজ চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছে। আজ দুপুরে সেখানে প্রথম জানাজা শেষে সাগরের লাশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে রাজশাহীতে আনা হয়। এরপর সেখান থেকে একটি লাশবাহী গাড়িতে করে উপশহরের বাড়িতে আনা হয়। তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টার সময় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন কার হবে। এর আগে ঢাকায় সাগরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে সকাল থেকেই শুরুর হয় সাগরের কবর প্রস্তুতির কাজ। দুপুর দেড়টার দিকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্তানে গিয়ে দেখা যায়, গোরস্তান মসজিদের পাশে তার কবর খনন করা হয়েছে।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage