Image

খেলা

৪,৭০০ কোটি টাকার ইতিহাস গড়া চুক্তি সিটির

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৩৯ দুপুর

0
Shares

Image

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা! ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে বড় কিট চুক্তি এটি। ২০৩৫ সাল পর্যন্ত ১০ বছর মেয়াদি এই চুক্তিতে প্রতিবছর ১০০ মিলিয়ন পাউন্ড করে পাবে সিটি। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৪৭০ কোটি টাকা। এই চুক্তি পেছনে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০২৩ সালে অ্যাডিডাসের সঙ্গে করা ৯০ মিলিয়ন পাউন্ডের বার্ষিক কিট চুক্তিকেও। ২০১৯ সালে সিটির সঙ্গে পুমার আগের চুক্তি ছিল বছরে ৬৫ মিলিয়ন পাউন্ডের। সিটি ফুটবল গ্রুপের সিইও ফেরান সোরিয়ানো বলেন, ‘আমরা পুমার সঙ্গে যুক্ত হয়েছিলাম নিজেদের চ্যালেঞ্জ জানাতে এবং প্রত্যাশার চেয়ে বেশি কিছু করতে। গত ছয় মৌসুমে আমরা সেটা অর্জন করেছি। পুমা আমাদের সংগঠনের অংশ হয়ে গেছে। অনেক ঐতিহাসিক মুহূর্ত আমরা একসঙ্গে উদ্‌যাপন করেছি, বিশ্বজুড়ে সমর্থকদের যুক্ত করেছি।’ পুমার সিইও আর্থার হোয়েল্ড এই অংশীদারত্বকে বর্ণনা করেন মাঠের ভেতর ও বাইরে দারুণ সফল হিসেবে, ‘ম্যানচেস্টার সিটির সঙ্গে আমাদের অংশীদারত্ব মাঠে ও মাঠের বাইরে দারুণ সফল হয়েছে। শিরোপা, পারফরম্যান্স পণ্যের মঞ্চ এবং ব্যবসায়িক দিক—সবকিছুতেই ছিল চমৎকার অর্জন।’ তবে এই চুক্তি এমন সময় এসেছে, যখন গার্দিওলার দল ২০১৬-১৭ সালের পর প্রথমবারের মতো কোনো বড় শিরোপা জিততে পারেনি। এবার তারা প্রিমিয়ার লিগে শেষ করেছে তৃতীয় হয়ে, এফএ কাপের ফাইনালে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে, আর ক্লাব বিশ্বকাপে বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই। তবু ব্র্যান্ড ভ্যালু আর বাজারদর—সবকিছুতে ম্যানসিটি যেন এখনো অনন্য উচ্চতায়। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় চুক্তি হলেও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কিট চুক্তি বছরে ১০০ মিলিয়নের ওপরে।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage