Image

আন্তর্জাতিক

ইরানের সেই সাহসী নারীকে পুরস্কারে ভূষিত করলো ল্যাটিন আমেরিকার দেশ

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:৩৫ দুপুর

1
Shares

Image

ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবির ভবনে ইসরায়েলি বাহিনী হামলা চালায় গত ১৬ জুন। হামলার সময় সেখানে লাইভে ছিলেন উপস্থাপিকা সাহার ইমামি। পরে ভাইরাল হয় লাইভের শেষ সময়ের দৃশ্য। হামলার পর দমে না গিয়ে কিছু সময় পর আবার সংবাদ উপস্থাপনায় ফিরে আসেন তিনি  ওই সময় সাহসিকতার জন্য ইরানি উপস্থাপিকা সাহার ইমামিকে ২০২৫ সালের ‘সাইমন বলিভার’ জাতীয় সাংবাদিকতা পুরস্কারে পুরস্কৃত করেছে ভেনেজুয়েলা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। [https://www.presstv.ir/Detail/2025/06/28/750226/Iran-Venezuela-president-grants-Simon-Bol%C3%ADvar-National-Journalism-Award-Sahar-Emami-victims-Israeli-attack-IRIB-news-studio] ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার রাজধানী কারাকাসে জাতীয় সাংবাদিক দিবসের অনুষ্ঠানে ইমামি এবং আইআরআইবিতে ইসরায়েলি অভিযানের শিকারদের সম্মানজনক পুরস্কার প্রদান করেন। হামলার সময় ভবনের ভিতরে উপস্থিত মিডিয়া কর্মীদের সাহস এবং পেশাদারিত্বের প্রশংসা করেন মাদুরো ।মাদুরো বলেন, ‘এই পুরস্কারটি ইরানি নারী উপস্থাপিকা সাহার ইমামিকে, একইসঙ্গে তার সহকর্মী নিমা রজবপুর এবং মা’সুমেহ আজিমির সাহসিকতার স্বীকৃতিস্বরূপ মানবতার সর্বসম্মত অনুভূতি প্রকাশ করে। তাদের সাহসিকতা ইরানি জনগণকে বীরত্বপূর্ণভাবে প্রতিরোধী করেছে।তিনি ইরানের ওপর ইসরায়েলি সরকার এবং যুক্তরাষ্ট্রের হামলার নিন্দার পাশাপাশি ইরানের জনগণ, নেতৃত্ব, সরকার এবং সশস্ত্র বাহিনীর দৃঢ়তার প্রশংসা করেছেন। এ সময় উপস্থাপিকা সাহার ইমামির হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ইরানের রাষ্ট্রদূত।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage