Image

আন্তর্জাতিক

দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাদের গাড়িতে ভয়াবহ হামলা

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ৩:০১ দুপুর

1
Shares

Image

গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি যানবাহন লক্ষ্য করে “ভারী বিস্ফোরক” ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনি ইসলামী জিহাদের (পিআইজে) সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডস। শনিবার (২৮ জুন) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, খান ইউনিস শহরের উত্তরে হাইওয়ে ৫-এ ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। টেলিগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। পাশাপাশি হতাহতের বিষয়েও কোন তথ্য দেয়নি যোদ্ধারা। আল-কুদস ব্রিগেডস-এর ভাষ্য, “আমাদের মুজাহিদিনরা একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যানবাহনে আঘাত হানে। ঘটনাটি সংঘটিত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের উত্তরে হাইওয়ে ৫-এ।” ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তরফেও এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।এদিকে গাজা উপত্যকাজুড়ে শনিবার (২৮ জুন) দিনের শুরু থেকেই নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, নিহতদের মধ্যে খান ইউনিসে ১১ জন দেইর আল-বালাহতে দুইজন, জবালিয়ায় দুইজন, গাজা সিটি’র উত্তর-পশ্চিমাঞ্চল একজন এবং রাফার উত্তরে জিএইচএফ সাহায্য কেন্দ্রের কাছে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage