Image

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় শহিদদের জন্য তেহরানে গণ-জানাজা

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২:৩৫ দুপুর

1
Shares

Image

ইসরায়েল হামলায় শহিদদের জন্য ইরানে গণ-জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে তেহরানে ইসরায়েলি আগ্রাসনে শহিদ ৬০ জনেরও বেশি ইরানি নাগরিকের জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। নিহতদের মধ্যে সিনিয়র সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী, সাংবাদিক এবং সাধারণ নাগরিক রয়েছেন, যাদের অনেকেই নারী ও শিশু। তেহরান বিশ্ববিদ্যালয়ে এই জানাজা শুরু হয়। পরে শোকাহতরা ইরানের পতাকায় ঢাকা শহিদদের কফিন বহন করে আজাদি (স্বাধীনতা) স্কয়ারে পৌঁছান। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানও জানাজায় অংশ নেন। প্রসঙ্গত, ইসরায়েলের সরকার ১৩ জুন ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসনের যুদ্ধ শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থানে বিমান হামলা চালিয়ে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক সহ ছয় শতাধিক মানুষকে হত্যা করে।ইরানের সামরিক বাহিনী এর পরপরই পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ ৩-এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে অধিকৃত অঞ্চল জুড়ে শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ২৪ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি কার্যকর হয়।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage