Image

আন্তর্জাতিক

প্যালেস্টাইন অথরিটিকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে সৌদি আরব

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১:১৯ দুপুর

1
Shares

Image

প্যালেস্টাইন অথরিটিকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে সৌদি আরব। এই আর্থিক সহায়তা মূলত দেশটির তীব্র আর্থিক সংকট মোকাবিলায় ব্যবহৃত হবে। বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জুন) জর্ডানের আম্মানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ ডি অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস এই তহবিল প্যালেস্টাইনের অর্থমন্ত্রী ওমর আল-বিতারের হাতে তুলে দেন। আল-বিতার প্যালেস্টিনিয়দের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অধিকারের জন্য সৌদি আরবের চলমান আর্থিক ও রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেন। তিনি কিং সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং প্যালেস্টিনের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যোগ করেন, সৌদি আরবের এই সহায়তা প্যালেস্টাইন অথরিটিকে ইসরায়েলের অধিক ডানপন্থী সরকারের বিরুদ্ধে আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্যালেস্টাইন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই অর্থনৈতিক সহায়তা স্বাস্থ্য ও শিক্ষা খাত বজায় রাখতে প্যালেস্টাইন অথরিটিকে সাহায্য করছে। হাসপাতাল পরিচালনা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়, স্কুল চালু রাখা এবং চিকিৎসক, শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের বেতন প্রদানে এই তহবিল ব্যবহৃত হচ্ছে। সৌদি সহায়তা সংস্থা কেএস রিলিফের তথ্য অনুসারে, গত কয়েক বছরে প্যালেস্টিনিয় জনগণের জন্য ২৮৯টি প্রকল্পে ৫.৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, মুনিস বলেছেন যে সৌদি আরব এই অর্থনৈতিক ও মানবিক সংকটের সময় প্যালেস্টাইন সরকারের আর্থিক দায়িত্ব পূরণ ও জনগণের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্যালেস্টিনিয় জনগণের অধিকার রক্ষায় সৌদি আরবের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage