শুক্রবার, ৪ জুলাই ২০২৫, বিকাল ৬:৫৯ সময়
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১:১০ দুপুর
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কারণে আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২৫ জুন) ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য জানান। খবর দ্যা মস্কো টাইমসের [https://www.themoscowtimes.com/2025/06/25/putin-to-skip-brics-summit-in-brazil-over-icc-arrest-warrant-a89571]। ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় কিছু জটিলতা তৈরি হওয়ায় প্রেসিডেন্ট পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করবেন। তবে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রিও ডি জেনেইরোতে ৬ ও ৭ জুলাই অনুষ্ঠেয় এ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।