Image

বাংলাদেশ

জাপান-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

Image

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১১:৩৯ দুপুর

1
Shares

Image

জাপান-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে অনিশ্চয়তা কেটেছে। পরিকল্পনা অনুয়ায়ী বৃহস্পতিবার টোকিওতে এই বৈঠক হওয়ার কথা। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম নেতৃত্ব দেবেন। সোমবার জাপান দূতাবাসে কূটনৈতিক পত্র পাঠিয়ে বৈঠক স্থগিতের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ কারণে বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কূটনৈতিক সূত্র বলছে, সরকারের নীতিনির্ধারণী মহল জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিবের পদ থেকে সরানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। বৈঠক স্থগিতের সঙ্গে পররাষ্ট্র সচিব পদে পরিবর্তনের বিষয়টিকে যোগসূত্র হিসাবে দেখছেন অনেকে। জানা যায়, এবারের বৈঠকটির আলাদা গুরুত্ব রয়েছে। কেননা, চলতি মাসের শেষের দিকে প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। এর আগেই টোকিওতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের বিষয়ে আগে থেকেই আলোচনায় ছিল। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জাপান দূতাবাসে কূটনৈতিক পত্র পাঠিয়ে বৈঠক স্থগিত করে। ওই দিনই জাপান বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবগত করে। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক নিয়ে কথা বলেন। এরপর ঠিক হয় টোকিওতে বাংলাদেশের সঙ্গে জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। তবে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন নন, বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম। জানা যায়, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দুভাগে অনুষ্ঠিত হবে। শুরুতে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে। এতে জাপান অবাধ ও মুক্ত ভারত- প্রশান্ত মহাসাগর নিয়ে তার অবস্থান তুলে ধরবে। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়েও কথা বলবে জাপান। আর অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতার পাশাপাশি সংস্কৃতি বিনিময় ও মানুষে মানুষে যোগাযোগ নিয়ে আলোচনা উত্থাপন করবে বাংলাদেশ। রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গ বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। দ্বিতীয় ভাগে আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া আর জাপানের পক্ষ থেকে চীনসহ পূর্ব এশিয়া নিয়ে আলোচনা হতে পারে। এদিকে হঠাৎ করেই পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে বৈঠকটি স্থগিত করায় শুধু জাপান নয়, বিস্মিত সরকারের নীতিনির্ধারণী মহলও। কেননা জাপানের মতো পরীক্ষিত বন্ধু দেশে অধ্যাপক ইউনূসের সফরের ঠিক আগে পররাষ্ট্র সচিবদের বৈঠক স্থগিত করাটা অনাকাঙ্ক্ষিত। যদিও সরকারের যথাযথ হস্তক্ষেপের কারণে দুই দেশের মাঝে অহেতুক জটিলতা সৃষ্টির আশঙ্কা দূর হয়েছে। জানা গেছে, বাংলাদেশের ২৭তম পররাষ্ট্র সচিব জসীমকে দায়িত্ব দেওয়ার আট মাসের মাথায় সরিয়ে দেওয়া হচ্ছে। এ মুহূর্তে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জার্মানি সফরে আছেন। বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা। তৌহিদ হোসেন দেশে ফেরার পর পররাষ্ট্র সচিব পদে পরিবর্তন আর জসীম উদ্দিনের ভবিষ্যতের বিষয়টি চূড়ান্ত হবে। অন্যদিকে তার উত্তরসূরি কে হবেন তা নিয়েও নানা আলোচনা চলছে।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage